Laily Mosque
লাইলী মসজিদ
ইহা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা। গ্রামীন অনুন্নত এলাকা সমূহের পশ্চাদপদ মানুষের মধ্যে মানবতা, সৌজন্য ও সম্প্রীতিবোধ জাগরুক করা, সৌহার্দ্য, সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবা প্রদান, ভ্রাতৃত্ব, মমত্ব, উন্নততর জীবনযাপন এবং উন্নয়ন প্রগতিমূলক মনমানষিকতা জাগরিত করা।