About Us
লাইলী গফুর ফাউন্ডেশন (এল.জি.এফ)
Laily Gafur Foundation (LGF)
প্রতিষ্ঠাকাল : ১৭ আগস্ট ২০১৬ ইং
লাইলী গফুর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবিক, সামাজিক গঠনমূলক, শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবা ও পরিবেশ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা। এক বা একাধিক বিষয়ের বা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয়ে সমাজ সেবামূলক ও মানবহিতৈষী কাজ করে সমাজ থেকে দারিদ্র দূর করাই এই সংস্থার মূল লক্ষ, উদ্দেশ্য ও আদর্শ।
কমপ্লেক্স কার্যালয় :
জানের খালের পাড়, পশ্চিম বিশারি ঘাটা, ওয়ার্ড নং-, ইউনিয়ন -, মোরেলগঞ্জ, বাগেরহাট।
শাখা অফিস :
লাইলী ভিলা, কেজি স্কুল রোড, মোরেলগঞ্জ, বাগেরহাট।
ঢাকা অফিস :
‘বাড়ি’, ‘রোড’, গুলশান-১, ঢাকা।

Late Mrs. Laily Begum

Alhaj Abdul Gafur Talukder